আমি অন্ধ হয়ে গেছি। আম্মু আমি তোমাকে দেখতে পাচ্ছি না।
I am blind Mom. I can't see you.
(ভারতে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক সত্য ঘটনা)
(A Heart breaking True Story Happened in
India)
আবির (কল্পিত নাম) দ্বিতীয় শ্রেণীতে পড়ে। বসবাস ভারতের উত্তর প্রদেশের একটি শহরে। বাবা-মা উভয়ই উচ্চশিক্ষিত। দুজনেই একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। এক বিকেলে আবিরের আম্মু অফিস থেকে বাসায় ফিরে দেখলেন, একমাত্র ছেলে আবির বালিশে মুখ গুজে শুয়ে আছে। মা বললেন বাবাই অসময়ে শুয়ে আছো কেন? খেলতে যাওনি? তোমার কি শরীর খারাপ? ছেলেকে বিছানা থেকে টেনে তুললেন। বললেন, বাবা কি হয়েছে বল আমাকে। আবির কান্না জড়িত কন্ঠে বলল মা আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি অন্ধ হয়ে গেছি। চারিদিকে শুধুই অন্ধকার। কোন আলো নেই। মা মুহূর্তের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। তারপর ঠান্ডা মাথায় ছেলেকে নানা প্রশ্ন করতে লাগলেন। কখন থেকে দেখতে পাচ্ছ না? বন্ধুদের সাথে মারামারি ঝগড়াঝাটি হয়েছিল? তোমার চোখে কি কোন ভাবে আঘাত লেগেছে? ব্যথা পেয়েছো? ইত্যাদি। আবির বলল না মা কারো সাথে কোন ঝগড়াঝাটি বা মারামারি হয় নাই। চোখে কোন ব্যথাও পাইনি। কিছুই হয়নি। বাসায় ফেরার পর থেকে আমি কিছুই দেখতে পাচ্ছিনা।
Abir (fake name) is
in second grade. Living
in a city in Uttar Pradesh, India. Both parents are
highly educated. Both worked in a private company.
One afternoon,
Abir's Mom returned home from the office and saw Abir's lying face down on the
pillow. Mom said, why are
you sleeping untimely my son? Didn't go to play?
Are you sick? She pulled his son
out of bed. She said, my son, tell me what happened.
Abir said in a tearful voice Mom I can't see you. I am blind all around is darkness.
There is no light. Mom was
momentarily confused. Then she coldly asked his son
various questions. Since when can not see? Had a fight with friends? Are your eyes
hurt in any way? Are you fling pain? etc. Abir said no mom, did not have any
quarrel or fight with anyone. I did not get any pain
in my eyes. Nothing happened. I haven't seen anything since I got home.
মা দ্রুত আবিরের আব্বুকে বিষয়টা জানালেন। আবিরের আব্বু তাড়াতাড়ি বাসায় ফিরলেন, তারপর তারপর আবিরকে নিয়ে একজন চক্ষু বিশেষজ্ঞ এর শরণাপন্ন হলেন। ডাক্তার খুব ভালোভাবে পরীক্ষা নিরিক্ষা করে দেখলেন। কিন্তু চোখের কোন সমস্যা খুঁজে পেলেন না। তিনি কিছু ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা এবং সাত দিনের ঔষধ দিয়ে বললেন, সাত দিন পর আবার দেখা করুন।
Mother quickly
informed Abir's dad. Abir's
dad quickly returned home, and then took Abir to an ophthalmologist. The doctor did a thorough examination. But
did not find any eye problem. He gave some laboratory
tests and seven days of medicine and said, meet again after seven days.
আবিরের স্বাভাবিক জীবন সম্পূর্ণ অস্বাভাবিক হয়ে গেল। স্কুল যাওয়া বন্ধ। খেলাধুলা নাই। সারাদিন শুয়ে বসে দিন কাটছে। ক্রমে শরীরেরও অবনতি হতে লাগলো ।
Abir's normal life
turned completely abnormal. Stop going to school. no sports day is spent lying down all day. Gradually
the physical condition began to deteriorate.
সাত দিন পর আবার ডাক্তার দেখলেন। কোন উন্নতি নাই। অথচ চোখে কোন সমস্যাও নাই। ডাক্তার বললেন, আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা আরও বড় কোন চোখের ডাক্তারের কাছে যান।
The doctor saw him
again after seven days. No
improvement. But there
is no problem with the eyes. The doctor said, I don't understand. You
go to a bigger eye doctor.
এরপর পর্যায়ক্রমে দেশের নামিদামি ১৭ জন চক্ষু বিশেষজ্ঞকে দেখানো হলো। অনেক পরীক্ষা-নিরিক্ষা হলো। কিন্তু কোন ফলাফল হলো না।
After that, 17
famous ophthalmologists of the country were shown in stages. Many tests were done. But there was no result.
আবির ক্রমশ কৃশ হয়ে যাচ্ছিল, মেজাজ খিটখিটে হয়েছে। তার শারীরিক এবং মানসিক শান্তি সম্পূর্ণ চলে গেছে।
Abir was getting thinner, irritable. His physical and mental peace is
completely gone.
আত্মীয়-স্বজন, প্রতিবেশী, হিতাকাঙ্খীরা নানা উপদেশ, নানা পরামর্শ দিতে লাগলেন, আরো বেশ কিছু ডাক্তার দেখানো হলো এদের মধ্যে সাধু তান্ত্রিক ও বাদ গেলেন না। কিন্তু কোন ফলাফল পাওয়া গেল না।
Relatives, neighbors,
well-wishers started giving various advices and suggestions, several doctors
were shown among them the Saint,Tantric was not left out. But no results were found.
একদিন প্লেনে করে আবিরকে নিয়ে বাবা-মা দূর শহরে একজন ডাক্তারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্লেনে পাশের সিটের এক ভদ্রলোকের সাথে আবিরের খুব ভাব হয়ে গেল। ভদ্রলোক আবিরের সাথে অনেক গল্প করলেন। পরে আবিরের বাবা মাকে বললেন আপনার ছেলের চোখে কোন সমস্যা নেই। তার সমস্যা মনে। সে মানসিক রোগী হয়ে গেছে। আমি আপনাদের শহরেই থাকি। যদি কষ্ট করে ছেলেকে কয়েকদিন আমার কাছে নিয়ে আসতেন। আমি একটু চেষ্টা করে দেখতাম, আশা করি ভালো ফলাফল পাবেন।
One day parents took
Abir on a plane and left for a doctor in a distant city. Abir had an affair with a man in the
next seat on the plane. The gentleman talked a lot
with Abir. Later the gentleman told Abir's parent’s, that
there is no problem with your son's eyes. His problem is mind. He has become
mentally ill. I live in your city. If he would bring your son to me for a few days. I would give it a try, hope you will get good results.
নিজ শহরে ফিরে বাবা-মা অমিকে নিয়ে ঐ মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আবিরের সাথে দীর্ঘ সময় ধরে অনেক গল্প করতেন। তিন চার দিন পর দেখা গেল ডাক্তার সাহেব আর আবিরের মধ্যে প্রচন্ড বন্ধুত্ব স্থাপিত হয়েছে। আবির প্রতিদিন নির্দিষ্ট সময়ের আগেই ডাক্তারের সাথে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করে।
Back in their
hometown, parents took Abir to the psychiatrist. The doctor used to talk to Abir for
a long time. After three or four days it was seen
that a great friendship had been established between the doctor and Abir.
Abir gets ready to
meet the doctor before the appointed time every day.
অষ্টম দিন
ডাক্তার সাহেবঃ আচ্ছা আবির, যেদিন স্কুল থেকে ফিরে তুমি অন্ধ হয়ে গেলে সেদিন স্কুলে কি কি ঘটেছিল ? আমাকে একটু খুলে বল।
আবিরঃ টিফিনের পর আমাদের ছুটি হয়ে গেল, কিন্তু গাড়ি আমাকে নিতে আসতে তখনও অনেকক্ষণ দেরি। তাই আমি আমার প্রিয় বন্ধু অর্কের সাথে গল্প করছিলাম। আমি অর্ককে কে বললাম, দুইদিন আগে মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছিল, তখন আমি বাবা-মার গোপন বিষয়ে দেখে ফেলি।
অর্ক বললো, তুই তো মহা পাপ করেছিস। এ পাপের কোন ক্ষমা হয়না। সন্তান যদি বাবা-মার গোপন বিষয়ে দেখে ফেলে তাহলে ঈশ্বর তাকে প্রথমে অন্ধ করে দেন। তারপর খুব দ্রুতই ঈশ্বর তাকে নিজের কাছে ডেকে নেন (মৃত্যু হয়)
ডাক্তার সাহেবঃ না বাবা তোমার বন্ধু অর্ক তোমাকে ভুল বলেছে। সে আসলে এই বিষয়ে কিছুই জানে না। যদিও তুমি ভুল করে বাবা-মার গোপন বিষয়ে দেখেও ফেলো। তাহলে না কেউ অন্ধ হয়ে যায়, আর না ঈশ্বর তাকে কাছে ডেকে নেন।
আবিরঃ ডাক্তার আংকেল আপনি নিশ্চিত বলছেন?
ডাক্তার সাহেবঃ হ্যাঁ বাবা আমি ১০০% নিশ্চিত হয়েই তোমাকে
বলছি।
আবির এক বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষিন ভাবল। তারপর
মার দিকে তাকালো। চিৎকার করে বলল, মা আমি তোমাকে একটু একটু দেখতে পাচ্ছি।
এরপর আবিরের সম্পূর্ণ সুস্থ হতে সময় লেগেছিল মাত্র সাত দিন।
*** প্রত্যেক বাবা-মার উচিৎ বাচ্চা মানুষ করার ক্ষেত্রে, নিজেদের সংযত জীবন যাপন, পারিবারিক এবং সামাজিক রক্ষণশীলতা বজায় রাখা, আর শিশু মনস্তত্ত্বের উপরে সঠিক জ্ঞান আহরণ করে শিশুর মানসিক বিকাশে সহযোগিতা করা।
Eighth day:
Doctor: Well, Abir,
what happened at school on the day you got blind after returning from school? Tell me a little.
Abir: After tiffin
we had our leave, but the car was still too late to pick me up. So I was chatting with my dear
friend Orko. I told Orko, two days ago I woke up
suddenly in the middle of the night, then I saw my parents' secret. Arko said,
you have committed a great sin. There is no
forgiveness for this sin. God first blinds the child
if he finds out about his parents' secrets. Then very
quickly God called him to himself (died).
Doctor: no my son,
your friend Orko told you wrong. He actually knows nothing about this.
Even if you
mistakenly see your parents' secrets. Then neither one becomes blind, nor God calls him.
Abir: Doctor uncle,
are you sure?
Doctor: Yes my son.
I am telling you with 100% certainty. Abir breathed a huge sigh of relief and
thought for a while. Then
looked at his mom. He shouted, "Mom, I can see
you a little bit." After that it took only seven days for Abir to recover
completely.
*** Every parent should
contribute to the child's mental development by maintaining a balanced life,
family and social conservatism, and gaining sound knowledge on child psychology
in bringing up children.
0 Comments